ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকাই ছিলেন না, তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। সঙ্গীতে তার অবদান অপরিসীম। সঙ্গীতে অবদানের জন্য জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার তিনি পেয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি রয়্যাল আলবার্ট হলে তিনি পারফর্ম করেছিলেন।
লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানের তালিকায় বেশ দীর্ঘ। এর মধ্যে আছে ‘আয়েগা আনেওয়ালা’, ‘প্যায়ার কিয়া তো ডরনা কিয়া’, ‘আজিব দাস্তান ইয়ে’, ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’, ‘তেরে বিনা জিন্দেগি ম্যায় কোয়ি’, ‘জিয়া জ্বলে’, ‘তুঝে দেখা তো ইয়ে জানা’, ‘আপকি নজরো নে সামঝা’, ‘কাভি খুশি কাভি গাম’।
এছাড়াও আছে ‘জাগো মোহন প্যায়ারে’, ‘আজা পিয়া তোহে প্যায়ার দুন’, ‘লাগ জা গালে সে’, ‘জিস পথ পে চলা উস পথ পে মুঝে আঁচল তো বিছা দে’, ‘ছোট সে সারি দুনিয়া কিসিকে লিয়ে ইয়ে মুনাসিব না আদমি কে লিয়ে’, ‘আকাশ প্রদীপ জ্বলে’, ‘প্রেম একবারই এসেছিল নিরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘হাম কো হামিসে চুরালো’, ‘দিল তো পাগল হ্যায়’ ইত্যাদি।