বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর। তবে তৃতীয়বার নির্বাচনে তিনি হেরে গেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কাছে। নির্বাচনীর প্রচারণার সময় নানা উত্তাপ ছড়ালেও শপথ অনুষ্ঠানে হাজির হন মিশা। গতকাল রবিবার নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান তিনি।
মিশার সৌজন্যের প্রশংসা করে সমিতির নতুন নেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি মিশাকে এখানে আসতে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। এসেছে সে। এটি উদাহরণ হয়ে থাকবে। যারা আসেননি, তারা হয়তো রাগ করে আছেন। আশা করব শিল্পীদের স্বার্থে সব ভেদাভেদ ভুলে এখানে আসবেন সবাই। চলচ্চিত্রের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব।’
নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন মিশা ও জায়েদ খান। তবে তিনি ছিলেন না শপথ অনুষ্ঠানে। মিশার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি জানান, ‘আমি এখনো সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। এফডিসিতে বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ। তার অন্তত আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে বলা উচিত ছিল।’
বিডি প্রতিদিন/ফারজানা