বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড) ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘দ্য পাওয়ার অব ডগ’। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন জেন ক্যাম্পিয়ন। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। জোয়ান্না স্ক্যানল্যান জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আরিয়ানা ডিবোস। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ট্রয় কোটসার।
সেরা বিদেশি ছবি বিভাগে জাপানের ‘ড্রাইভ মাই কার’ এবং সেরা অ্যানিমেশন বিভাগে পুরস্কার জিতেছে ‘এনকান্টো’। সেরা মৌলিক স্কোর ও সিনেমাটোগ্রাফি বিভাগে পুরস্কার জিতেছে ‘দুন’।
সেরা ব্রিটিশ ছবি ‘বেলফাস্ট’ ও সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে ‘সামার অব সোল’। মৌলিক চিত্রনাট্য বিভাগে ‘লিকোরিচ পিজ্জা’ ও অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে ‘কোডা’।
সূত্র : বাফটার ওয়েবসাইট
বিডি প্রতিদিন/ফারজানা