পবনদীপ-অরুণিতা- ইন্ডিয়ান আইডল সিজন ১২ থেকেই উপমহাদেশজুড়ে পরিচিতি পেয়েছেন। দুজনের প্রেমের কম আলোচনা হয়নি। এবার আলোচনায় এলেন এই জুটি আইনি ঝামেলা নিয়ে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এক মিউজিক কোম্পানি তাঁদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে।
মিউজিক সংস্থার সঙ্গে একটি অ্যালবামে গান গাওয়ার কথা থাকলেও পরে তারা সেই কথা রাখেননি। সেই থেকেই শুরু হয় ঝামেলার সূত্রপাত।
ঠিক কী কথা হয়েছিল ওই মিউজিক সংস্থার সঙ্গে? ইন্ডিয়ান আইডল সিজন ১২ শেষ হওয়ার ঠিক পর পরই একটি নামকরা সংবাদ সংস্থার সঙ্গে একটি অ্যালবামে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন পবনদীপ-অরুণিতা। কথা ছিল ওই অ্যালবামে ২০ টি গান গাইবেন তাঁরা। সেই কথা অনুযায়ী শুটিং-ও হয়ে যায় একটি গানের। কিন্তু তারপর থেকেই পবনদীপ-অরুণিতার খোঁজ নেই। অর্থাৎ ওই কোম্পানির কাজ করছেন না তারা।
ওই মিউজিক সংস্থার অভিযোগ, প্রথম গানটির শুটিংয়ের পর থেকেই সংস্থার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন তাঁরা। সংস্থার পক্ষ থেকে থেকে বারবার তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি। তাঁরা নিজে থেকেও যোগাযোগ করেননি কোম্পানির সঙ্গে। এরপর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছে ওই মিউজিক সংস্থা। এমনকি পুরো বিষয়টি ওই সংস্থার পক্ষ থেকে ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’-কেও জানানো হয়েছে। গোটা ঘটনায় এখনও কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি পবনদীপ-অরুণিতার তরফ থেকে।
ইন্ডিয়ান আইডল সিজন ১২-এ অংশগ্রহণের পাশাপাশি তাদের প্রেম নিয়েও কথা ওঠে। এরপরই ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর জয়ের মুকুট ওঠে পবনদীপ-এর মাথায়। পিছিয়ে থাকেননি অরুণিতাও। রানার্স আপ হন তিনি। এরপর সবখানেই প্রকাশ্যেই দেখা যায় তাদের।
বিডি প্রতিদিন/আরাফাত