বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জনপ্রিয় একটি সিনেমার নাম ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবির নামের সঙ্গে মিল রেখে টুইটারে একটি স্ট্যাটাস দিয়েছেন শাহরুখ। এরপরই তা নিয়ে নানা রকম খবর প্রকাশিত হচ্ছে।
টুইটারে শাহরুখ লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়’। যার অর্থ দাঁড়ায়, ‘ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ সঙ্গে লেখা, ‘এসআরকে প্লাস’।
করোনাভাইরাস মহামারীর সময়টাতে বলিউডের বহু জনপ্রিয় তারকার ছবি ও সিরিজ মুক্তি পেয়েছে ওটিটিতে। তবে শাহরুখকে এখনো এই কাতারে দেখা যায়নি। তিনি জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মের হয়ে একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছিলেন।
শাহরুখের নতুন স্ট্যাটাস দেখে অনেকেই ধারণা করছেন, শাহরুখ নিজেই হয়তো এবার ওটিটি অ্যাপ নিয়ে আসছেন। আবার কারও ধারণা ওটিটি নিয়ে নতুন বিজ্ঞাপনে দেখা যেতে পারেন শাহরুখকে।
বিডি প্রতিদিন/ফারজানা