শুটিং করতে গিয়ে বানরের আক্রমণের শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। আসছে ঈদের জন্য নির্মিত হতে যাওয়া ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের একটি বিশেষ নাটকে বানর নিয়ে শুটিং করার সময় এ ঘটনা ঘটে। পরে শুটিং বন্ধ করে তমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, তিনি এখন শঙ্কামুক্ত।
ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে তমা বলেন, ‘আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বানরের খেলা দেখানোর একটি দৃশ্যধারণ করতে গিয়ে বানর নিয়ে শুটিং করছিলাম। তখন আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম, হঠাৎ বানরটি আমাকে কামড়ে দেয়। এমনভাবে বানরটি কামড়েছে যে ছাড়ানা যাচ্ছিল না অনেকক্ষণ। পরে বানরের মালিক অনেক কৌশলে তাকে ছাড়িয়ে নেয়।’
‘এতে বেশ রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার পর পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। পরে জানলাম, বয়স কম আর ভালো ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা’ বলেও এই অভিনেত্রী জানান। তমা মির্জা আরও বলেন, ‘ডাক্তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন। বলেছেন চিন্তার কোনো কারণ নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। তবে এখনো জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি।’
বিডি-প্রতিদিন/শফিক