মুক্তি পেল উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের নতুন গান ‘যাচ্ছে জীবন’। গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজন। আজ বুধবার কবীর সুমনের জন্মদিন উপলক্ষে ইউটিউবে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়েছে।
রূপকথা মিউজিকের ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেইজসহ অ্যামাজান, স্পোটিফাই, এ্যাপেল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি পাচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন ও জিয়াউল হাসান কিসলুসহ অনেকে। গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন, ‘যাচ্ছে জীবন... গানিটি সুজন ও আমার একটি মাইলস্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’
গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের ভালো ভালো লিখতে চাই।’ উল্লেখ্য, সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় অনেক সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক