বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা মুজিব আদর্শের নাটক ‘চেতনা’। চিত্রনাট্য ও পরিচালনায় আকাশ রঞ্জন।
জাতির পিতার জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে। বিআরবি নিবেদিত নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।
টিপু আলম মিলন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে কেউ যদি বুকে ধারণ করে নিজেকে দেশসেবায় নিয়োজিত করে তাহলে দেশে কোনো অনিয়ম ও দুর্নীতি বাসা বাঁধবে না। বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেমিক হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। তখনই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে দেশ। এই নাটকের মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা