‘জেট ল্যাগ ভালোবাসা’ শিরোনামের নতুন একটি গান দর্শক-শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। গানটির রেকর্ডিং নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানের কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেন বিপ্লব। শিগগির এই গানের ভিডিও চিত্র ধারণেরও কাজ শুরু হবে।
‘জেট ল্যাগ ভালোবাসা’ শিরোনামের গানটি বিপ্লবের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। গানটিতে বিপ্লবের সঙ্গে তার সমসাময়িক এক নারী শিল্পীও কণ্ঠ দিয়েছেন।
বিপ্লব জানান, ‘গানটা একেবারেই ভিন্ন রকম কথা ও সুরের। শুধু এটুকু বলতে চাই, দারুণ একটি প্রেমের গান। এমন একটি গানে শ্রোতারা নিজেদের বেশ ভালোভাবে রিলেট করতে পারবেন।’
বিডি প্রতিদিন/ফারজানা