১৫ কোটি রুপিতে তৈরি বলিউড ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঝড় তুলেছে ঝক্সঅফিসে। ছবিটি মুক্তির পর দেড়শ কোটি রুপিরও অর্থ আয় করেছে। ছবিটি নিয়ে বিতর্ক থাকলেও চারদিকে আলোচনায় নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর নাম। যদিও এই ছবি বানানোর আগে পর্যন্ত তার খুব বেশি সুখ্যাতি ছিল না, নাম জড়িয়েছিলো বহু বিতর্কের সঙ্গেও।
২০১৮ সালে এই নির্মাতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আনেন বলিউডের বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী তখন বলিউডে নবীন। ২০০৫ সালে ‘চকলেট : ডিপ ডার্ক সিক্রেটস’ সিনেমার শুটিংয়ের সময় বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয় তনুশ্রীর।
এই অভিনেত্রী ২০১৮ সাথে বিষয়টি নিয়ে জানিয়েছিলেন, ‘আমার শট ছিল না। আমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। ইরফান খানের মুখের ক্লোজআপ শট নেওয়া হচ্ছিল। আমি নিজের পোশাকের উপর একটি তোয়ালে জড়িয়ে দৃশ্যটি দেখছিলাম। হঠাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমাকে বলেন, ‘যাও, ইরফানের সামনে গিয়ে কাপড় খুলে নাচো। তাহলে ইরফানের সুবিধা হবে অভিনয় করতে।
তনুশ্রী বলেন, আমি হতবাক হয়ে যাই এটা শুনে। কিন্তু ইরফান আমাকে রক্ষা করেন। তিনি বলেন, ‘আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি অভিনেতা। কিছু না দেখলেও প্রয়োজনীয় অভিব্যক্তি ফুটে উঠবে আমার মুখে। কী সব বলছ তুমি? কাউকে কাপড় খুলে আমার সামনে নাচতে হবে না!
ওই সেটে ছিলেন সুনীল শেঠিও। তিনিও তনুশ্রীর পাশে দাঁড়ান। সে কথা মনে করে তনুশ্রী বলেন, ‘ইরফান ও সুনীলের মতো মানুষের জন্যই আজও বলিউডের ওপর থেকে পুরোপুরি বিশ্বাস হারাইনি আমি।’ যদিও তনুশ্রীর এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেছিলেন, জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কথা বলা হয়েছে। আদতে সব মিথ্যা ও ভিত্তিহীন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক