বক্স অফিসে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে অনুপম খের-মিঠুন চক্রবর্তীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। অক্ষয় কুমার-কৃতি শ্যাননের ছবি ‘বচ্চন পাণ্ডে’র সঙ্গে ছবিটি পেরে উঠবে না বলেই ধারণা করা হয়েছিল। বাস্তবে ঘটলো তার উল্টোটা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিস আয়ে ‘বচ্চন পাণ্ডে’কে ছাড়িয়ে গেছে। গতকাল রবিবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির আয় দেড়শো কোটি রুপি ছাড়িয়ে যায়।
মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয়ের দিক দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি রেকর্ড ভেঙেছে রণবীর কাপুরের ‘সঞ্জু’, সালমান খানের ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবত’ ছবিকে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, দ্বিতীয় সপ্তাহে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির আয় ছিল ৭০ কোটি ১৫ লাখ রুপি। ভারতীয় চলচ্চিত্রে বাণিজ্য বিষয়ক বিশ্লেষক তারান আদর্শ টুইটারে লিখেছেন, বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এ ছবিতে মিঠুন ও অনুপম ছাড়া আরও অভিনয় করেছেন দর্শন কুমার, পল্লবী জোশী, চিন্ময় মন্ডলেকার প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা