বগুড়ার আদমদীঘির সান্তাহারে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান (৮৪)। সোমবার বাদ জোহর জানাজা শেষে তার ইচ্ছে অনুযায়ী সাঁতাহার পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
প্রয়াত আজিজুর রহমানের ভাই মশিউর রহমান মাসুদ জানান, রবিবার সকালে তার ভাইয়ের মরদেহ বহনকারী কার্গো বিমান ঢাকায় পৌঁছায়। এফডিসিতে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানানো শেষে ওই দিন বাদ আসর মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ঢকা গ্রিনরোডের সেন্ট্রাল রোডে তার বাসভবনে। বাদ এশা ধানমন্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে তৃতীয় জানাজা শেষে রাতে তার মরদেহ হিমঘরে রাখা হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় হেলিকপ্টারযোগে উপজেলার সান্তাহার রেলওয়ে ইন্সটিটিউট মাঠে নেওয়া হয়।
তাকে একনজর দেখতে দলে দলে নারী-পুরুষরা সেখানে ছুটে আসেন। বাদ জোহর সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঈদগাহ মাঠে চতুর্থ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার অছিয়ত অনুযায়ী মায়ের কবরেই পাশে শায়িত করা হয়।
তার জানাজায় অংশ নেয় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, স্থানীয় কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা, আলাউদ্দীন, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, অভিনেতা আলম খান ও আজিজুর রহমানের ছেলে টয় রহমান প্রমূুখ।
ফুসফুসের সমস্যাজনিত কারণে গত সোমবার কানাডায় মৃত্যু হয় আজিজুর রহমানের। পরে বুধবার টরেন্টোতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।
অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। যার মধ্যে ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ উল্লেখযোগ্য ছবি।
বিডি প্রতিদিন/এমআই