বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহান স্বাধীনতা দিবসের স্টুডিও লাইভ কনসার্ট উপস্থাপনা করছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগাতশিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা।
রানা বলেন, স্বাধীনতা দিবসের মতো এমন গৌরবের একটি দিনে জাতীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে লাইভ অনুষ্ঠান উপস্থাপনার এমন দারুণ সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।
কনসার্টে লিজেন্ডারি ব্যান্ড দল অবসকিউর, আরবো ভাইরাস, মেহরীন, শুভ্র দেব, তপু, ও রুপসাসহ আরও কয়েকটি ব্যান্ড পারফর্ম করবে।
এল রুমার প্রযোজনায় এবং এইচ এম রানা ও তাসনুভা মোহনার উপস্থাপনায় স্বাধীনতা দিবসের এই কনসার্টটি ২৬ মার্চ রাত ১০ টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা