জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘ময়না’ শিরোনামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা কায়েস আরজু। এই ছবিতে দ্বিতীয়বারের মতো আরজু সঙ্গে জুটি বাঁধছেন নবীন নায়িকা রাজ রিপা। সিনেমাটি পরিচালনায় থাকছেন মনজুরুল ইসলাম মেঘ।
জানা গেছে, ছবিটির কাহিনীকার আলিম উল্ল্যাহ খোকন, যিনি সিনেমাটির প্রযোজনা করছেন। ছবিতে কায়েস ও রাজ রিপা ছাড়াও অভিনয় করবেন আমান রেজা, নাদের চৌধুরী, সুব্রত, আফফান মিতুলসহ অনেকে।
নতুন ছবি নিয়ে আরজু বলেন, সিনেমাটিতে আমাকে সরকারি একজন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। সদ্য চাকরিতে জয়েন করেছি। পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমার মেয়ে পছন্দ হচ্ছে না। হঠাৎ এক নায়িকা দেখে ভালো লেগে যায়। তারপর নায়িকার সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে ভালোলাগা বাড়তে থাকে। এভাবেই সিনেমার গল্পটি এগিয়ে যাবে। পরের গল্প জানতে দর্শককে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে হবে।
উল্লেখ্য, ১৫ বছর আগে ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কায়েস আরজুর। প্রথম সিনেমা দিয়েই দর্শকের অনেক ভালোবাসা পান তিনি। এরপর মুক্তি পায় আরজু অভিনীত আরও ৯টি সিনেমা।
এছাড়া কায়েস আরজু অভিনীত ৫টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের ‘এক পসলা বৃষ্টি’, শাখাওয়াত হোসাইনের ‘অপুর বসন্ত’, গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ ও অপূর্ব রানার ‘জল রঙ’।
বিডি-প্রতিদিন/শফিক