কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের। বলা হয়েছে, সমিতির সদস্য হওয়া সত্ত্বেও কিছু নিয়ম না মানায় তার পদটি বাতিল করা হয়েছে। যদিও শাকিব খানের সদস্যপদ বাতিলের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রযোজক সমিতির অফিস সহকারী সুমেন্দ্র রয়।
তিনি গণমাধ্যমে দাবি করেছেন, শাকিব খানের সদস্যপদ বাতিলের খবরটি পুরোপুরি সঠিক নয়। এমন কোনো সিদ্ধান্ত প্রযোজক সমিতির প্রসাশকে পক্ষ থেকে নেওয়া হয়নি ‘ তবে শাকিব খানের বন্ধু প্রযোজক মো. ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চাঁদা না দেওয়াসহ বেশকিছু কারণে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয়েছে- এটা নিশ্চিত।’
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সুমেন্দ্র বলেন, অক্টোবর পর্যন্ত শাকিব খানের চাঁদা পরিশোধ করা আছে। তবে তিনি দেশের বাইরে থাকায় আয়কর পরিশোধের কাগজ আমাদের কাছে পাঠাতে পারেনি। এ ছাড়াও কিছু কাজগপত্রের কাজ আপডেট করা হয়নি। তাই প্রাথমিক ভোটার তালিকায় তার নাম আসেনি। কিন্তু কাজগুলো জমা দিয়ে আপিল বিভাগে আবেদন করলেই সব সমাধান হয়ে যাবে।'
বিডি-প্রতিদিন/শফিক