স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা নিলয় আলমগীর। এই দম্পতি তুরস্কের পর সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ঘুরে বেড়ানোর মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন। দুবাইয়ের সর্বোচ্চ টাওয়ার বুর্জ আল খলিফা ও একটি চিড়িয়াখানায় দেখা যায় তাদের।
চিড়িয়াখানাটিতে গিয়ে একটি রয়েল বেঙ্গল টাইগারের কাছাকাছি যান এবং ছুঁয়ে দেখেন নিলয় ও হৃদি। তাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, রয়েল বেঙ্গল টাইগারের কাছে কিছু সময় কাটিয়ে দু’জনই চলে আসেন সিংহের কাছে। সিংহের শরীর স্পর্শ করে আদর করতে যাবেন, অমনি খেপে গিয়ে থাবা দিতে গেলে নিলয় ও হৃদি প্রচণ্ড ভয় পেয়ে যান। দ্রুত সেখান থেকে সরতে গিয়ে ছিটকে পড়েন হৃদি। এ ঘটনার পরই তারা নিরাপদে সেখান থেকে সরে যান।
ওই ভিডিওতে নিলয়কে বলতে শোনা যায়, ‘দুবাইতে আসার প্রথম আকর্ষণই ছিল এই চিড়িয়াখানাটি দেখা। আসলে হৃদির ইচ্ছে ছিল সে বাঘ ও সিংহকে স্পর্শ করবে, তাদের সঙ্গে খেলবে! যদিও সব কিছু সম্ভব হয়নি। কিন্তু সব মিলিয়ে অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর। ’
বিডি-প্রতিদিন/শফিক