৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে রবিবার রাতে হলিউডের ডলবি থিয়েটারে পুরস্কৃত করা হয়েছে বিজয়ীদের। এ বছর অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কোডা’। সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যেরও পুরস্কার জিতেছে ছবিটি ।
‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার ঘরে তুলেছেন জেন ক্যাম্পিয়ন। ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন উইল স্মিথ। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘দ্য আইস অব টাম্মি ফাই’ ছবির জেসিকা চ্যাস্টেইন।
অস্কারে সেরা ছবির পুরস্কার গ্রহণ করছেন ‘কোডা’ ছবির কলাকুশলীরা
‘ওয়েস্ট সাইড স্টোরি’তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন আরিয়ানা ডিবোস। ‘কোডা’ ছবির ট্রয় কটসুর জিতেছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
এ বছর অস্কারে উপস্থাপনা করেছেন অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস।
বিডি প্রতিদিন/ফারজানা