বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী ছবি ‘দ্য গডফাদার’। রবিবার রাতে হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত ৯৪তম অ্যাকাডেসি অ্যাওয়ার্ডসের আসরে মুক্তির ৫০ বছর পূর্তিতে ছবিটির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ছবির পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা, তারকা অভিনেতা আল পাচিনো ও রবার্ট নিরো হাজির হয়েছিলেন অস্কারের মঞ্চে।
৮২ বছর বয়সী কপোলা, ৮১ বছর বয়সী আল পাচিনো ও ৭৮ বছর বয়সী ডি নিরো একে একে মঞ্চে উঠে আসেন। এরপর নির্মাতা তাদের সবাইকে ধন্যবাদ দেন যাদের কারণে মহাকাব্যিক অপরাধনির্ভর এ ছবিটি নির্মাণ সম্ভব হয়েছির।
ডি নিরো ও পাচিনোর উদ্দেশে কপোলা আরও বলেন, আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ, তারা এখানে এসেছেন এবং তাদের সঙ্গে আমি সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারছি।
তিনি আরও বলেন, ৫০ বছর আগে এই প্রজেক্টের কাজ শুরু করেছিলাম অসাধারণ সব মানুষদের সাথে যাদের বেশিরভাগই কিংবদন্তি, অনেকের নাম আমি এখানে উল্লেখ করতে পারছি না সময়ের অভাবে, কিন্তু আপনারা তাদের বেশ ভালোভাবেই চেনেন।
বিডি প্রতিদিন/ফারজানা