ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া দুইটি সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। একটি হলো বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং অন্যটি এসএস রাজামৌলির ‘আরআরআর’। দুটিই ছবিই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে বেশি। ছবিটি নিয়ে মন্তব্য করে কেউ কেউ বিতর্কে জড়িয়েছেন। এবার ছবিটি নিয়ে মন্তব্য করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার মতে, নিজের দৃষ্টিকোণ থেকে ছবিটি বানিয়েছেন বিবেক এবং একজন পরিচালকের সেই স্বাধীনতা থাকা উচিত।
নওয়াজ এখনো ১১ মার্চ মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেননি। তবে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। নওয়াজ আরও বলেছেন, ‘প্রত্যেক পরিচালকের ছবি বানানোর একটা নিজস্ব ভঙ্গিমা আর ধরন থাকে। যেটা ভালো। পরে কেউ আবার এই বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সিনেমা বানাবে। যেটা আরও ভালো হবে। যখন একজন পরিচালক একটা সিনেমা বানান, তখন তাতে তাঁর দৃষ্টিভঙ্গি থাকে তাতে। সেটা কোনও সত্যি ঘটনা নিয়ে তৈরি ছবি হোক না কেন! এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি ছবিটি দেখিনি এখনও।’
বলিউডের কেউ কেউ বলছেন, এই ছবি সমাজের সম্প্রীতি নষ্ট করবে। ছবিটির সমালোচনার বিষয়ে নওয়াজ জানান, ‘আমার এই নিয়ে কোনও ধারণা নেই।’
বিডি প্রতিদিন/ফারজানা