প্রথমবারের মতো কোনো বধির অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন ট্রয় কটসুর। ‘কোডা’ ছবিতে জেলে চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে অস্কার জিতেছেন ট্রয়। এই ছবিটি সেরা ছবি ও সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কারও জিতেছে। পুরস্কারটি অন্ধ সম্প্রদায়, কোডার শিল্পী ও অক্ষম সম্প্রদায়কে উৎসর্গ করেছেন ট্রয় কটসুর।
পুরস্কার গ্রহণ করে মার্কিন অভিনেতা ও নির্মাতা কটসুর বলেন, ‘আমাদের পরিবারে বাবা ভালো স্বাক্ষর করতে পারতো। গাড়ি দুর্ঘটনায় তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। গলা থেকে সারা শরীর তার অবশ হয়ে যায়। তিনি আর কোনোদিন স্বাক্ষর করতে পারেননি। বাবার থেকে বহু কিছু শিখেছি। বাবাকে সবসময় ভালোবাসি। বাবাই আমার নায়ক।’
উল্লেখ্য, এর আগে অস্কারে ‘চিলড্রেন অব আ লেসার গড’ (১৯৮৬) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন মারলি মাটলিন। তিনিও বধির ছিলেন।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা