‘মন্টু পাইলট’র প্রিমিয়ার হবে আগামী ২৯ এপ্রিল। সম্প্রতি আলোচিত এই ওয়েব সিরিজটির গান ‘কতটা তোমার ছিল’ প্রকাশ্যে এসেছিল। এবার মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। গতকাল রবিবার ইউটিউবে ট্রেলার প্রকাশ্যে আসার পর বেশ প্রশংসা পাচ্ছে।
‘মন্টু পাইলট’ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সৌরভ দাস ও রাফিয়াথ রশিদ মিথিলা। ট্রেলারে দেখা যায়, মন্টু পাইলট (সৌরভ) বহ্নিকে (মিথিলা) নিয়ে আসে নীলকুঠিতে। এরপর তাকে আটকে রাখা হয়। এরপর মিথিলার মানিয়ে নেওয়া, যন্ত্রণা- উঠে এসেছে ট্রেলারে। মন্টু পাইলটের পরিবার ও সন্তানের কথাও উঠে এসেছে এই সিরিজে। ট্রেলারে মন্টুর বলা সংলাপগুলোও পছন্দ করেছেন দর্শকরা।
‘মন্টু পাইলট’ সিরিজটি নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজের প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়। এবার আছেন মিথিলা।
বিডি প্রতিদিন/ফারজানা