২৪ মে, ২০২২ ১১:১৭

যুক্তরাষ্ট্রে দেখানো হবে মিথিলার ‘মায়া’

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে দেখানো হবে মিথিলার ‘মায়া’

রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলার নতুন ছবি ‘মায়া’র বিশেষ প্রদর্শনী হবে যুক্তরাষ্ট্রে। আগামী ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘বঙ্গ সম্মেলন’। আর সেই সম্মেলনে ‘মায়া’ প্রদর্শিত হবে। ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দে।

‘মায়া’ নির্মিত হয়েছে শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে। সিনেমাটিতে মিথিলা ছাড়াও অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রাহুল, কমলেশ্বর প্রমুখ।

মিথিলা বর্তমানে ব্যস্ত আছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজলরেখা' সিনেমার শুটিং নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে মিথিলা অভিনীত সিনেমা ‘আয় খুকু আয়’, ‘অমানুষ’ ও ‘জ্বলে জ্বলে তারা’। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর