পর্দা নেমেছে ঝমকালো ও আলোচিত ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের। শনিবার রাতে কান উৎসবের প্রাণকেন্দ্র গ্রান্ড লুমিয়ের থিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়েছিল অনুষ্ঠান। এবারের উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’। দেখে নিন উৎসবের সমাপনী অনুষ্ঠানের কিছু ছবি।
ইরানি ছবি ‘হোলি স্পাইডার’-এ অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জার আমির ইব্রাহিমি
শর্টফিল্মে পাম দ’র পেয়েছেন জিয়ানইং চিন
প্রিক্স দ্যু সিনারিও পুরস্কার হাতে তারিক সালেহ
‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’ ছবির জন্য কান উৎসবের শীর্ষ পুরস্কার স্বর্ণপাম পেয়ে পরিচালকের উচ্ছ্বাস
শর্টফিল্ম ‘লোরি’র জন্য স্পেশাল ম্যানশন হাতে অভিনাশ বিক্রম শাহ
এবারের উৎসবে দায়িত্ব পালন করেছেন নয়জন বিচারক