ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য প্রতিযোগিতায় পাওয়া ট্রফি নিলামে বিক্রি করে দিয়েছে দেশটির ব্যান্ড দল কালুশ অর্কেস্ট্রা। গানের প্রতিযোগিতা ইউরোভিশনে জয়ী হয়েছিল তারা। চলতি মাসের শুরুতে তুরিনে অনুষ্ঠিত ইউরোভিশনের আসরে ‘স্টেফানিয়া’ গানটির জন্য কালুশকে জয়ী ঘোষণা করা হয়।
কালুশ প্রতিযোগিতায় পাওয়া গ্লাস মাইক্রোফোন নিলামে বিক্রি করেছে ৯ লাখ ডলারে। ‘স্টেফানিয়া’ পারফর্মেন্সের সময় গোলাপি রঙের টুপি পরেছিলেন ওলেহ পিসিউক। সেই টুপি বিক্রি করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার ডলারে।
রবিবার আয়োজিত নিলামটি উপস্থাপনা করেন ইউক্রেনের টিভি উপস্থাপক সেরহাই প্রাইতুলা।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা