সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) সোমবার ভারতীয় রাজস্ব পরিসেবা (আইআরএস) অফিসার সমীর ওয়াংখেড়েকে বদলি করে চেন্নাইতে পাঠিয়েছে।
গত বছর বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকের মামলায় ভুলভাবে গ্রেফতার করেছিলেন এই সমীর ওয়াংখেড়ে। ওয়াংখেড়ের ‘প্যারেন্ট ক্যাডার' সিবিআইসি’র জারি করা একটি আদেশ অনুসারে, তাকে অবিলম্বে চেন্নাইতে করদাতাদের পরিসেবার (ডিজিটিএস) মহাপরিচালকের অফিসে স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, কয়কেদিন আগেই এনসিবির পক্ষ থেকে আরিয়ান খানকে মাদক মামলায় ক্লিনচিট দেওয়া হয়। সেই ঘটনার পরই সমীরের এই বদলির নির্দেশ, যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, আরিয়ান মামলার জট খুলতেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল।
বর্তমানে ডিরেক্টর জেনারেল অব অ্যানালিটিক্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট (ডিজিএআরএম) মুম্বাইয়ের অফিসারের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সমীর ওয়াংখেড়ে। এই দফতরও সিবিআইসি’র অধীনে।
এদিকে সরকারি কর্মকর্তারা গত শুক্রবার বলেছেন, ভুয়া কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে তফসিলি জাতির কোটার অধীনে সিভিল সার্ভিসে চাকরি নিশ্চিত করার জন্যও ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক প্রথম এই অভিযোগ তোলেন।
এর আগে শুক্রবার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোর্ডেলিয়া প্রমোদতরী মাদক মামলায় ক্লিনচিট দেওয়া হয় আরিয়ান খানকে। এনসিবি স্পষ্ট জানায়, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ নেই। এর জেরে স্বভাবতই প্রশ্নের মুখে পড়ে এনসিবির গ্রহণযোগ্যতা এবং কর্মপদ্ধতি। গতবছর ২ অক্টোবর কোর্ডেলিয়া ক্রুজে অভিযান চালিয়েছিল এনসিবির যে দল তাদের তদন্তে বিস্তর গরমিল পাওয়া গেছে তা একপ্রকার মেনে নিয়েছে এনসিবি। আর তাই এবার শাস্তির খড়া নেমে এল সেই অভিযানের নেতৃত্বে থাকা সমীর ওয়াংখেড়ের উপর।
বিডি প্রতিদিন/কালাম