পশ্চিমবঙ্গে গান গাইতে এসে মঞ্চে অসুস্থ বোধ করেন কেকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে যান। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কেকে কলকাতার গাইতে আসবেন; তাই নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গীতপ্রেমীদের উচ্ছ্বাস দেখে বিরক্ত হয়েছিলেন রূপঙ্কর বাগচী। ফেসবুক ভিডিওতে তিনি প্রশ্ন করেছিলেন, ‘কে এই কেকে। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য— আমরা সবাই কেকের থেকে ভাল গান গাই!’
রূপঙ্করের ওই ভিডিও দেখে অনেকেই ক্ষিপ্ত হয়েছিলেন। কেকের মৃত্যুর পর আরও বেশি করে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন রূপঙ্কর। ফেসবুকে কল্যাণ নামের একজন লিখেছেন, ‘শকুনের অভিশাপে এই প্রথম গরু মরতে দেখলাম।’
নবনীতা মালাকার লিখেছেন, ‘কে এই কেকে! যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গেয়েছিলেন।’ দিষ্টি রয় লিখেছেন, ‘আসলে অন্যের সফলতা দেখে দাদা মেনে নিতে পারে না।’
সৌভিক গুপ্ত লিখেছেন, ‘শ্রদ্ধা অর্জন করতে সারাজীবন লেগে যায় আর সেই জায়গা হারাতে একটা মুহূর্তই যথেষ্ট। বড়ই অশ্রদ্ধার পাত্র হয়ে বেঁচে থাকবেন আপনি বাকি জীবনটা। দীর্ঘ জীবন কামনা করি আপনার।’
রাজ চ্যাটার্জি লিখেছেন, ‘একজন শিল্পী হয়ে যদি আর একজন শিল্পীকে যদি সম্মানই না দিতে পারলেন, তবে আপনি কেমন শিল্পী?’
বিডি প্রতিদিন/ফারজানা