বিরতির পর আসন্ন ঈদুল আজহার পর বড়পর্দায় দেখা মিলতে যাচ্ছে ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববির। ‘ময়ূরাক্ষী’ শিরোনামের নতুন এই ছবির নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই, এবার মুক্তির পালা। এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ নিজেই।
তিনি বলেন, ‘ময়ূরাক্ষী আমার প্রথম প্রেমের সিনেমা। এটি নিয়ে আমি দারুণ আশাবাদী। পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আমরা এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের আগেই ছবিটি সেন্সরে যাবে। সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে’
ছবিতে নিজের চরিত্রটি নিয়ে নায়িকা ববি বলেন, গ্ল্যামারই তো বাইরে থেকে আমরা দেখি। আমি নিজে একজন চিত্রনায়িকা হয়ে এটা অনুভব করি। একজন নায়িকার উত্থান-পতন তুলে ধরা হয়েছে এ সিনেমায়। গ্ল্যামার, ইমোশন ও রিলেশনশীপের ক্রাইসিস সব আছে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে।
উল্লেখ্য, ববিকে এই সিনেমায় ঢালিউডের একজন বিখ্যাত নায়িকার চরিত্রে দেখা যাবে। এছাড়া গোলাম রাব্বানীকে দেখা যাবে পরিচালক নাবিল আহমেদ চরিত্রে। সুরভী চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবির গল্পে উঠে আসছে প্রেম ও প্রতারণার গল্প।
বিডি-প্রতিদিন/শফিক