‘ব্যাচেলর’স কোরবানি’ নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুকে। ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করে মনিরা মিঠু লিখেছেন, ‘আমার জ্বর তখন ১০৩/১০৪ ডিগ্রি, তারপরও উত্তরা থেকে ধানমন্ডি গিয়ে কাজ শেষ করতে পেরেছিলাম!’
ব্যাচেলর পয়েন্ট টিমের বিশেষ নিবেদন ‘ব্যাচেলর’স কোরবানি’। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি। পরিচালক জানিয়েছেন, কোরবানির ঈদে গরু কেনাসহ ব্যাচেলরদের নানা কাণ্ডকারখানা নিয়ে নির্মিত হয়েছে ‘‘ব্যাচেলর’স কোরবানি’’।
নাটকটির মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। নাটকটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। ঈদের দিন রাত ৯টায় নাটকটি প্রচারিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা