ফের আইনি জটিলতায় ভারতের কমেডি কিং খ্যাত কপিল শর্মা। এবার তার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ। এ ঘটনায় তার নামে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের হয়েছে।
সম্প্রতি চুক্তিভঙ্গের অভিযোগ এনে কপিলের বিরুদ্ধে মামলাটি করেছে সাই ইউএসএ ইঙ্ক নামে একটি সংস্থা।
২০১৫ সালের উত্তর আমেরিকা সফরের সময় চুক্তি লঙ্ঘনের জন্য একটি মামলা দায়ের করা হয়েছে কপিলের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রে লাইভ শো এবং কনসার্টের প্রোমোটর অমিত জেটলি অভিযোগ করেছেন যে, ২০১৫ সালে কপিলকে ছয়টি শোতে পারফর্ম করার জন্য পারিশ্রমিক দেওয়া হয়েছিল কিন্তু তিনি মাত্র পাঁচটি শোতে পারফর্ম করেছিলেন।
অভিনেতা-কমেডিয়ান ক্ষতি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মামলাটি এখনও নিউইয়র্কের একটি আদালতে বিচারাধীন এবং সাই ইউএসএ আইএনসি আইনি ব্যবস্থা নেবে বলে জানান অমিত জেটলি।
অমিত জেটলি জানান, তিনি পারফর্ম করেননি এবং উত্তরও দেননি। যদিও আমরা আদালতে যাওয়ার আগে তার সঙ্গে যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি।
এদিকে, এই মুহূর্তে কপিল তার ব্লকবাস্টার শো-এর অভিনেতা কৃষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, কিকু শারদা, চন্দন প্রভাকর এবং রাজীব ঠাকুরসহ আরও অনেক সদস্যদের সঙ্গে উত্তর আমেরিকার আরেকটি সফরে রয়েছেন। এখন পর্যন্ত দ্য কপিল শর্মা শো টিম ভ্যাঙ্কুভার এবং টরেন্টোতে বেশ কয়েকটি ইভেন্টে পারফর্ম করেছে এবং শীঘ্রই নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে তাদের।
কপিল শর্মার ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম সেরা কমেডিভিত্তিক অনুষ্ঠান। কিছুদিন আগেই অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শেষ হয়েছে। বিদেশ সফর শেষে দেশে ফেরার পর কপিল নতুন সিজনের কাজ শুরু করবেন বলে খবর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন