প্রকাশ পেল কণ্ঠশিল্পী সামজের নতুন গানচিত্র দুঃখ পেলাম ভালোবেসে। প্রযোজনা প্রতিষ্ঠান গানবাজের ব্যানারে মুক্তিপ্রাপ্ত গানটির কথা লিখেছেন শাহরিয়ার শাওন।
‘দুঃখ পেলাম ভালোবেসে, পেলাম না তোর মন, স্মৃতিগুলো বুকের মাঝে করে বিচরণ’- এমন নান্দনিক কথার গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। আরাফাত বিহনের পরিচালনায় গল্পপ্রধান মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নোবেল মাহমুদ ও নেহা।
নতুন এ গানটি প্রসঙ্গে সামজ বলেন, গানটি একেবারে বিরহধর্মী একটি গান। আমার স্টাইলেরই। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।
এর আগে, একই ব্যানারে ‘হইবো বিচার’ শিরোনামে একটি গান রিলিজ হয়েছিল।’ গানবাজের ব্যানারে সামজ ছাড়াও গগন সাকিব, ইমন খানসহ শীর্ষ কণ্ঠশিল্পীদের একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ