বলিউডে খান বলতেই শাহরুখ, আমির, সালমান কিংবা সাইফের কথা মাথায় আসে অনুরাগীদের। তবে আরেকজন খান আছেন বলিউডে, তিনি কমল রশিদ খান। বিতর্কিত সব টুইট করে তারকাদের আক্রমণ করেন তিনি। এবার সেই টুইটের জন্যই গ্রেফতার হয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার কেআরকে নামে পরিচিত এই তারকাকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০২০ সালে একটি বিতর্কিত টুইট করার অভিযোগ আনা হয়েছে। তাকে বোরিভেলি আদালতে তোলা হবে।
২০২০ সালে ঋষি কাপুর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে কেআরকের বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়।
প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা