একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা। জীবনসংগ্রামে টানাপড়েনের মধ্যেই সপ্তাহখানেক আগে বেঁকে বসেছে তার শরীর, জেঁকে ধরেছে একের পর এক রোগ। প্রথমে মস্তিষ্কে রক্তক্ষরণ, পরে শরীরের বাঁ অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় চলাফেরার সক্ষমতা হারিয়েছেন তিনি।
ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে সপ্তাহখানেক ধরে চিকিৎসা নিচ্ছিলেন রঞ্জিতা। শিল্পী সমিতি ও কয়েকজন সহকর্মীর আর্থিক সহায়তায় চিকিৎসার ব্যয়ভার সামলালেও এখন আর পারছেন না তিনি। বাধ্য হয়ে শুক্রবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রঞ্জিতা।
তিনি বলেন, আমার কাছে এখন আর চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। সহযোগিতা পেলে চিকিৎসা হবে, না পেলে ওপারে চলে যাব।
চিকিৎসকরা তাকে আগামী তিন মাস ওষুধ ও ফিজিওথেরাপি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তা চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না, এ নিয়ে শঙ্কায় দিন কাটছে তার।