ভারতের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বিস’। এর নতুন সিজনে প্রতিযোগী হিসেবে আছেন পরিচালক সাজিদ খান। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এমন একজনকে রিয়েলিটি শোতে জায়গা দেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এ তালিকায় আছেন মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়াও। তিনিও সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন।
শার্লিন চোপড়া লিখেছেন, ‘যৌন হেনস্থা করা যে ওর (সাজিদ) স্বভাব, তা আমাদের বুঝে যাওয়া উচিত। সালমান খান আর 'বিগ বস'-এর নির্মাতারা এমন একজনকে আশ্রয় দিচ্ছেন! এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই আমাকে বলুন!’
২০১৮ সালে 'মিটু আন্দোলন'-এর ঢেউয়ের প্রভাব পড়ে সাজিদের জীবনে। একাধিক মহিলা তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। ছবিতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাজিদ তাদের যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়। সাজিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পরে তাকে এক বছরের জন্য সাসপেন্ড করে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন।