সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের ছবির পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। গতকাল শুক্রবার বিয়ের সাজে তিনটি ছবি পোস্ট করেছেন প্রীতম। লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে শেহতাজ মনিরা হাশেমের সঙ্গে। ২৮ অক্টোবর ২০২২। আরও ছবি আসছে’।
এর আগে শেহতাজ ও প্রীতমের মেহেদী অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
জানা গেছে, শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে মুমতাহিনা টয়া, সাফা কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।