গত কয়েক বছর ধরে বেছে বেছে ছবি করছেন রানি মুখার্জী। ‘হিচকি’, ‘মর্দানি’ ছবিতে নারীকেন্দ্রীক চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গত বছর মসলাদার ছবি ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে খুব একটা সাড়া পাননি। আবারও নারী প্রধান ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দিয়ে ফিরছেন রানি। সম্প্রতি ছবিতে তার লুক প্রকাশ করা হয়েছে।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানিকে এক জন বাঙালি বধূর চরিত্রে দেখা যাবে। ছবির প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বন করেই ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর।

চলতি বছরের মে মাসে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। ২০২৩-এর মার্চ মাসে মুক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।