জুনুন ও বুনিয়াদ খ্যাত প্রবীণ অভিনেতা মঙ্গল ধিলোঁ আর নেই। রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বেশ কিছুদিন ধরে লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত কয়েকদিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠে। অভিনেতা যশপাল শর্মা ফেসবুকে মঙ্গল ধিলোঁর না থাকার খবর জানিয়েছেন।
আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল টুইটে লেখেন, ‘প্রখ্যাত অভিনেতা, লেখক, পরিচালক এবং পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রির প্রযোজক মঙ্গল ধিলোঁর প্রয়াণের খবরে শোকাহত। এটা ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ক্ষতি। তার সুদৃঢ় কণ্ঠস্বর ও নাট্য প্রদর্শনগুলো মিস করবেন অনেকেই। পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’
মঙ্গল ধিলোঁ চুটিয়ে কাজ করেছেন ছোট এবং বড় পর্দায়। ১৯৮৬ সালে বুনিয়াদ-এ লুভায়া রামের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এরপর ১৯৮৮ সালের সিনেমা খুন ভরি মাঙ্গ-এ একজন উকিলের ভূমিকায় অভিনয় করেন, যাতে রেখা ছিলেন প্রধান চরিত্রে। ১৯৯৩ সালে জুনুনের সঙ্গে ফের ফেরেন টিভি-তে। ২০০০ সালে টিভি শো নুরজাহানে তাকে দেখা গিয়েছিল আকবরের চরিত্রে।
তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্যায়ার কা দেবতা, রণভূমি, দিল তেরা আশিক, ট্রেন টু পাকিস্তানের মতো হিট সিনেমা। তাকে ২০০৩ সালে ফারদিন খান-অভিনীত জানশিনেও দেখা গিয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ