জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্কের কথা চাউর হতেই ট্রল কিন্তু কম হয়নি। তাদের চুম্বনের ভিডিও ফাঁস হওয়ার পর বিজয়কে পড়তে হয় চরম কটাক্ষের মুখে। তাকে নিয়ে চলে বিস্তর কাটাছেঁড়া। বিজয় নাকি তামান্নার যোগ্যই নন। শুরুকে যদিও এ সম্পর্কের কথা কিছুতেই স্বীকার করছিলেন তামান্না। তবে এবার অভিনেত্রী নিজেই জানালেন- প্রেম করছেন বিজয় ভার্মার সঙ্গে।
তামা বললেন, ‘বিজয় ভার্মা আমার পৃথিবীটাকে আপন করে নিয়েছে। বিজয়ের সঙ্গে থাকলে আমায় কোনও ভণিতা করতে হয় না। বরং নিজের মতো থাকতে পারি। আসলে ও আমার খুশির ঠিকানা।’ তামান্নার মতে বিজয় তার সহ-অভিনেতা ছিলেন বলেই যে প্রেম হয়েছে, এরকমটা কিন্তু নয়। তার কথায়, এর আগেও অনেক সহ-অভিনেতা ছিল তার। তার মতে কারও জন্য সত্যি ভালবাসা তৈরি হতে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়।
এই দক্ষিণি অভিনেত্রী আরও বলেন, বিজয় এমনই একজন মানুষ যার সঙ্গে আমার বন্ধন গভীর। আমাদের মতো যে সব নারী উচ্চাকাঙ্ক্ষী তাদের একটা সমস্যা রয়েছে, আমরা মনে করে থাকি, প্রতিটি জিনিস পাওয়ার জন্যই বুঝি প্রচুর পরিশ্রম করতে হয়। এই দেশে আমাদের এটাও মনে হয়, একজন নারীকে কারও জন্য তার গোটা জীবন পরিবর্তন করতে হয়। তবে ওর ক্ষেত্রে তা হয়নি। যখন কিছু জিনিস খুবই সাধারণ, তবে তাকে খামোখা জটিল করা কেন? ও এমনই একজন মানুষ যার খেয়াল আমি রাখি, ও আমার সুখী থাকার অবলম্বন।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহারা’ দিয়ে ডেবিউ হয় তামান্নার। ভারতীয় সিনেমা জগতে তিনি পরিচিত নাম। অন্যদিকে বিজয় তথাকথিত হিরো নন। বরং ওটিটিতে চরিত্রাভিনেতা হিসেবেই বেশি দেখা যায় তাকে। তবে তার অভিনয় ক্ষমতা প্রশংসিত হয়েছে বারংবার।
বিজয় পড়াশোনা করেছেন এফটিআই থেকে। ২০১২ সালে ক্যারিয়ার শুরু তার। ‘গাল্লি বয়’ থেকে শুরু করে ‘পিঙ্ক’, ‘মান্টো’র মতো অন্যধারার ছবিতে তাকে বেশি দেখা গেছে। ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’-এ অভিনয় করতে গিয়েই আলাপ হয় দু’জনের। সেই সহ-অভিনেতাই এখন প্রেমিক।
সূত্র : টিভিনাইন।
বিডি-প্রতিদিন/শফিক