আজ ঢালিউডের বিউটিকুইন খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন। জীবনের ৭১ বসন্তে পা রাখলেন তিনি। বিশেষ এই দিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন। শাবানার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সাইমন সাদিকও।
এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, একজন অভিনেত্রী বা অভিনেতা যে সমাজকে বদলে দিতে পারে তা আপনার অভিনয়ের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে। আপনার অভিনয় দেখে শিক্ষাগ্রহণ করেনি এমন মানুষ বাংলায় কম। অনেক পরিবারের আচরণ সুন্দর হয়ে গেছে আপনার সিনেমা দেখে।
সাইমন আরও লেখেন, শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও যে আপনি কত বড় মনের মানুষ তা আপনার সাথে দেখা না হলে বুঝতামই না। জানতাম না সিনেমা ও দেশের মানুষের প্রতি আপনার যে ভালোবাসা কতো গভীরে আপনি লালন করেন, আমাদের কতো ভালোবাসেন। জীবনে একদিন দেখা হয়েছে আমাদের মিশা ভাইয়ের মাধ্যমে। আপনার স্নেহ পেয়ে মনে হয়েছিল আমি আপনার অনেক আপন।
আপনি আমাদের আপনের আপন। আপনি আমাদের অভিভাবক। আজ আপনার জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে সবসময় সুস্থ রাখুন, সুন্দর রাখুন। শুভ জন্মদিন ম্যাডাম।
বিডি-প্রতিদিন/শফিক