মারা গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আজ শনিবার বিকেলে ৩টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে মারা যান নন্দিতা। এসময় তার আনুমানিক বয়স হয়েছিল ৭৬ বছর।
আনন্দবাজার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা।
অক্টোবরের শেষ থেকেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কালীঘাট শ্মশানে নন্দিতা সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে। ঋতুপর্ণার মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের তারকামহল।
পরিচালক শিবপ্রসাদ বলেন, “ঋতু শুধু আমার ছবির নায়িকা নয়, আমরা পরিবারের মতো। ছবির অনেক আগে থেকে মাসি আমাকে চিনতেন। আমার জীবনে সাফল্য এলে তিনি খুব খুশি হতেন। মনে আছে ‘বেলাশুরু’র প্রিমিয়ারে এসেছিলেন। পরিবারের কেউ চলে গেলে যেমন মনে হয়, তেমনই লাগছে।”
বিডি প্রতিদিন/নাজমুল