দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। গত সপ্তাহে বিচ্ছেদের কথা ঘোষণা করার চব্বিশ ঘণ্টা মধ্যে নিজের বিয়ে ভাঙার খবর দেন রহমানের সহযোগী মোহিনী দে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ফিসফাস চলছে। সকলেই দুইয়ে দুইয়ে চার করতে ব্যস্ত। এআর রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ঘুরছে নেটপাড়ায়। যদিও সুরকারের হয়ে তার পাশে দাঁড়িয়েছেন সন্তানরা। এবার গর্জে উঠলেন এআর রহমান নিজেই। একেবারে সময়সীমা বেঁধে দিলেন। মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিলেন অস্কারজয়ী সুরকার।
সম্প্রতি এআর রহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের পক্ষ থেকে কয়েক পাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে। বলা হয়, যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলুন। না হলে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।
রহমানের মেয়ে রহিমাও এই গুজবের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘সর্ব সময় মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’’ আসলে নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা। বিরক্ত হয়ে এআর রহমানের ছেলেও সামাজি যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তার মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।” যে মোহিনীর সঙ্গে রহমান নাম জুড়ে অহেতুক চটুল তথ্য দিচ্ছেন যারা। তাদের উদ্দেশে মোহিনী জানান, গুজবকে প্রশ্রয় দিয়ে নিজের সময় নষ্ট করতে চান না তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল