মহাসাগর, তাও আবার মাটির নিচে! শুনতে অবাক লাগলেও এমনই এক সম্ভাবনা, একই সঙ্গে আশঙ্কার কথা জানিয়েছেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী। তারা পুরো আমেরিকায় দুই হাজারের বেশি সিসমোগ্রাফ ব্যবহার করে পাঁচ শতাধিক ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করেন। ভূমিকম্পের তরঙ্গ যখন পৃথিবীর গভীরে প্রবেশ করে, তখন কোথাও কোথাও গতি শ্লথ হয়ে যায়। সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়েই এই পানির অস্তিত্ব খুঁজে পান। প্রশ্ন হচ্ছে এখানে কতটা পানি আছে? সায়েন্সে প্রকাশিত ওই অনুসন্ধানে জানা যায়, মাটির প্রায় ৭০০ কিলোমিটার গভীরে এক ধরনের রহস্যময় শিলার মাছে আটকে আছে এই পানি। আর পৃথিবীর সব সাগর-মহাসাগর একত্র করলে যে পরিমাণ পানি হবে, এখানে আটকে আছে তার চেয়ে প্রায় তিন গুণ পানি। বিজ্ঞানীরা বলছেন, এই অদ্ভুত পানিকে ধারণ করে রাখা শিলাটির নাম রিং উডাইড। এটা এমন এক ধরনের পাথর, যার গঠন স্পঞ্জের মতো। এই শিলাটি উজ্জ্বল নীল রঙের এবং এটি কেবল পৃথিবীর আবরণে উচ্চ তাপমাত্রা এবং চাপে তৈরি হয়। এর বিশেষ পরমাণু বিন্যাস হাইড্রোজেনকে আকৃষ্ট করে এবং প্রচুর পানি ধরে রাখতে পারে। সারা বিশ্ব যখন সুপেয় পানির সংকটে, তখন বিজ্ঞানীদের এই উদ্ভাবন নতুন আশার আলো দেখাচ্ছে। অন্যদিকে আশঙ্কাও জানান দিচ্ছে। গবেষকরা বলছেন, পৃথিবীর অভ্যন্তরে আগ্নেয়গিরির যে তাপ রয়েছে, তা থেকে ভূপৃষ্ঠকে রক্ষায় ভূমিকা রাখছে এই পানি। এটা প্রকৃতির এক রহস্য। যদি এই জলরাশি কোনো কারণে পৃথিবীর ওপরে উঠে আসে, তাহলে অধিকাংশ স্থলভাগ তলিয়ে যাবে। জেগে থাকবে শুধুমাত্র এভারেস্টের মতো কিছু পার্বত্য চূড়া। তবে কীভাবে এই পানিকে কাজে লাগানো যায়, এই পানির মধ্যে থাকা খনিজ কী কাজে লাগতে পারে তা নিয়ে গবেষণা চলছে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা