আমার ফেইসবুক আইডি (OMAR SANI) এবং (OMAR SANI FAN CLUB) এর পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি (২০১৮) নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
ইংরেজি ২০১৭ সালে অনেকেই এই পৃথিবী থেকে নিয়েছে চিরবিদায় আর অনেকেই অসুস্থ। এই পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে, মহান আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুক আর যারা অসুস্থ তারা সুস্থতা লাভ করুক এই দোয়া রইল।
এই পৃথিবী থেকে চিরবিদায় নেয়া সবার নাম বলে শেষ করা যাবে না। সাংস্কৃতি জগত থেকে অনেক গুণী মানুষ চিরবিদায় নিয়েছে ২০১৭ সালে।
আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক আঙ্কেলও বিদায় নেন ২০১৭ সালে। তার চিরবিদায়ে বাংলা চলচ্চিত্রের সিংহাসন শূন্য হয়ে হয়ে যায় , আর আমরা হারিয়ে ফেলি আমাদের চলচ্চিত্রের এক অভিভাবক। যার কারণে আমার কাছে ২০১৭ সালটা খুব একটা ভালো লাগেনি।
আসলো নতুন ইংরেজী বছর ২০১৮ সাল, জানি না কার কেমন যাবে। তারপরও আশা করি ২০১৮ সাল যেন সবার জন্য বয়ে আনে অনাবিল সুখ শান্তি আর ভালোবাসা।
সবার মুখে থাকুক হাসি, সুস্থ থাকুন সবাই।
জয় হোক বাংলা চলচ্চিত্রের, জয় হোক ইংরেজি নতুন বছর ২০১৮ সালের।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা