জীবনটা অনেক ছোট... ভালো থাকতে এই ছোট জীবনে অনেক মানুষ দরকার হয় না... যখনই সেখানে অনেক মানুষ জড়ো হয়, তখনই শুরু হয় অশান্তি... যা আগের সম্পর্কগুলোকেই শুধু নষ্ট করে না, তিলে তিলে গড়ে উঠা আগের সুন্দর মূহুর্তগুলোকেও নষ্ট করে তিক্ততার নতুন মূহুর্ত সৃষ্টি করে...
ভালো থাকুক সবাই... নোংরামি আর মিথ্যের এই শহরে সত্যিকারের ভালো থাকাটা তীব্র দূষিত এক নর্দমায় একটু বুক ভরে অক্সিজেন নেবার মতোই মূল্যবান...
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা