১৪ জানুয়ারি, ২০২৩ ১৪:৫০

দেশি বিদেশি পাখির কলরবে মুখর মহেশপুরের উকরির বিল

ঝিনাইদহ প্রতিনিধি

দেশি বিদেশি পাখির কলরবে মুখর মহেশপুরের উকরির বিল

বিস্তীর্ণ জলরাশির মাঝে মাঝে শাপলা, শালুক আর পদ্ম পাতা। সেই পদ্ম পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে বক, রাঙা ময়ূরী, ছোট স্বরালী, সারশ, গাঙচিল, পানকৌড়ি, ককসহ নানা প্রজাতির দেশি-বিদেশি হাজার হাজার পাখি। কখনও জলকেলি আবার কখন মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে দলবেঁধে। আবার কখনও মাছ শিকারের জন্য ওঁৎ পেতে থাকছে। ভোর থেকে সন্ধ্যা অবধি পাখির এমন বিচরণ চোখে পড়বে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী উকড়ির বিলে। প্রতিবছর শীতের শুরুতেই দূর দেশ থেকে ডানায় ভর করে এখানে আসে একটু আশ্রয় ও খাদ্যের আশায়। উকড়ি’র বিল এখন সেই পাখিদের নিরাপদ আশ্রয়।

স্থানীয়রা জানান, মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের এই বিলের আয়তন প্রায় ২২৫ একর। এখানে পাখি রয়েছে ২০ থেকে ২৫ প্রজাতির। উকড়ির বিলের চারপাশে শাপলা, আর পদ্ম পাতা জন্ম নিয়েছে অনেক আগে। সেখানেই নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে পাখিরা। দিনভর বিলের বিভিন্ন প্রান্তে শামুক, মাছ শিকার করে পাখিরা। সেই সাথে এসব পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। চারিদিকে ডানা ঝাপটানো উড়াউড়ির সাথে পাখির কিচিরমিচির শব্দ মন কেড়েছে পাখি প্রেমীদের। হাজার হাজার পাখি যখন শুরু করে চিচির-মিচির তখনই সৃষ্টি হয় ভিন্নতর নান্দনিক আবহ। তাই প্রতিদিন সেখানে ভিড় করেন নানা শ্রেণি পেশার মানুষ। সেখানে ঘুরার জন্য রয়েছে নৌকার ব্যবস্থাও। এসব পাখি দেখতে আসা মানুষরা যেমন খুশি তার চেয়ে বেশি গ্রামবাসী। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই বিলটিকে পাখির অভয়ারণ্য হিসেবে পরিণত করা হবে বলে জানান বিলের ইজারাদার কবীর হোসেন।


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর