৩০ মে, ২০২৩ ১৫:৪৮

পাহাড় ভরে উঠেছে ফুলে

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড় ভরে উঠেছে ফুলে

পাহাড়ে সৌন্দর্যে ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি। গাছে গাছে ফুটেছে নানা রঙের বাহারি ফুল। লাল, হলুদ, গোলাপি, সাদা ও বেগুনি। হরেক রঙের ফুলে সেজেছে আঁকা-বাঁকা পাহাড়ের পথ-প্রান্তর। এসব ফুলের দোলে প্রাণ পেয়েছে পাহাড় প্রকৃতি। গ্রীষ্মের রোদের খরতাপ গায়ে মেখেই রূপের পসরা মেলেছে কৃষ্ণচূড়া। 

স্থানীয়রা বলছে, পার্বত্যাঞ্চল অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রায় সব মৌসুমেই ফুলের দেখা মেলে। তবে গ্রীষ্মের চিত্র একটু ভিন্ন। বনফুলের পাশপাশি রাধাচূড়া ও কৃষ্ণচূড়ার চারপাশ মাতিয়ে রাখে। সবুজের বুক জুড়ে রক্তিম এসব ফুল সবার নজর কাড়ে।

সরেজমিনে দেখা গেছে, রাঙামাটির প্রায় প্রতিটি সড়কে ফুটে আছে কৃষ্ণচূড়া। শহরের ফিনারি বাঁধ, রাজবন বিহার, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাদুঘর এলাকা, সদর উপজেলা সড়ক, সুখীনীলগঞ্জ, কাপ্তাই-আসামবস্তী সড়ক, ডিসি বাংলো এলাকায় বাহারি রঙের ফুলে শোভা পাচ্ছে। এসব ফুলের চোখ ধাঁধানো রূপই বলে দেয় প্রকৃতিতে জেঁকে বসেছে গ্রীষ্ম। একই সাথে হাজির হয়েছে স্বর্ণাভ হলুদ সোনানুল আর বেগুনি রংয়ের জারুল, রাধাচূড়া, কুরচি, গুস্তাভিয়া, কাঠগোলাপ, ডুলিচাঁপা, উদয়পদ্ম, পাদাউক, মধুমঞ্জুরী, পেল্টোফোরাম, কমব্রেটাম, পালাম বা পালান, নাগেশ্বর, হিজল, লাল ঝুমকো লতা, জ্যাকারান্ডা আরও অনেক নাম না জানা রঙিন ফুল। 

রাঙামাটির স্থানীয় বাসিন্দা মো. মুন্না তালুকদার বলেন, পাহাড় এমনিতেই প্রকৃতিগত সুন্দর। তার মধ্যে এমন সময় এসব নানা প্রজাতির রঙিন ফুল দেখতেই ভালোই লাগে। মনে হয় তপ্তদাহে প্রশান্তির পরশ এঁকেছে এসব ফুল।

রাঙামাটির শহরের নানা প্রজাতির প্রাকৃতিক ফুল দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুরর রহমান। তিনি বলেন, রাঙামাটি শহরের সড়কের আশেপাশে কৃষ্ণচূড়া, স্বর্ণাভ হলুদ সোনালু, জারুল ফুলের গাছগুলো দেখতে অসাধারণ। এসব ফুলের বৈচিত্র্য রাঙামাটি শহরকে আরও বেশি আকর্ষণীয় করেছে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর