শিরোনাম
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরও ১৮ মামলা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র হজ, তাবলিগ জামাতের বিরুদ্ধে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিরূপ মন্তব্য করায় রাজধানী ঢাকাসহ সারা দেশে টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল আরও ১৮টি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকায় আরও চারটি মামলা হয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে অ্যাডভোকেট শাহ আলম, রাজধানীর তেজকুনীপাড়ার বাসিন্দা নাজিমউদ্দিন বাদল, জননেত্রী পরিষদের এ বি সিদ্দিকী ও জনৈক লায়ন আবু বকর গতকাল মামলাগুলো করেন। পরে হাকিম আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ করে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
মামলাগুলোর মধ্যে এ বি সিদ্দিকী ও অ্যাডভোকেট শাহ আলমের করা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে। এর মধ্যে এ বি সিদ্দিকীর মামলায় লতিফ সিদ্দিকীকে আগামী ২৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। এ ছাড়া বাদী নাজিমউদ্দিন বাদলের মামলায় হাকিম শাহরিয়ার মাহমুদ এবং লায়ন আবু বকরের মামলায় হাকিম মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে সমন জারির আদেশ দেন। এর আগে বুধবার হওয়া দুই মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আগামী ২৮ ও ৩০ অক্টোবর সমন জারি করেন ঢাকার পৃথক দুই আদালত।
রবিবার নিউইয়র্কে নবী করিম (সা.), হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন মন্ত্রী। এর পরই দেশে-বিদেশে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি। এরই মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা : মহানবী (স.), হজ ও তাবলিগ জামাত সম্পর্কে কটূক্তি অভিযোগে ডাকমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে খুলনায় পৃথক দুটি মামলা হয়েছে। স্থানীয় দৈনিক অনির্বাণের সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম ওয়াছিউর রহমান বাদী হয়ে খুলনা মহানগর হাকিম আদালতে মামলা দুটি করেন। বিচারক আবির পারভেজ মামলা দুটি আমলে নিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন। শুনানি শেষে আদালত আগামী ১১ নভেম্বর মন্ত্রীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বরিশাল : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের হওয়া মামলায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন বরিশালের একটি আদালত। বরিশাল মহানগর হাকিম আদালতের বিচারক নুসরাত জাহান গতকাল শুনানি শেষে এক আদেশে আগামী ২৮ ডিসেম্বর আবদুল লতিফ সিদ্দিকীকে সশরীরে হাজির হয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে একই অভিযোগে বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতে গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন মোস্তাফিজুর রহমান লিটু নামের এক ব্যবসায়ী। শুনানি শেষে আগামী ২৬ নভেম্বরের মধ্যে লতিফ সিদ্দিকীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
যশোর : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল যশোর বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আমজাদ হোসেন। মামলাটি আমলে নিয়ে আগামী ২ নভেম্বর আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
ময়মনসিংহ : ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল ময়মনসিংহের আদালতে মামলা করেছেন নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামের বাসিন্দা হাজি মো. আনোয়ারুল ইসলাম। মামলাটি তদন্তের জন্য নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে আদালত।
হবিগঞ্জ : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়েছে। দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় গতকাল মামলাটি করেন মাধবপুর উপজেলার পাটুলী গ্রামের নুরুল আমিন ভূঁইয়া। বিচারক মামুনুর রশীদ সিদ্দিকীর আদালত মামলাটির শুনানি শেষে ১৯ নভেম্বর লতিফ সিদ্দিকীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন ইসলামী ঐক্যজোটের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন মোল্লা।
চাঁপাইনবাবগঞ্জ : ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতে অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল বাদী হয়ে মামলা করেছেন। বিচারক বুলবুল হোসেন শুনানি শেষে ৯ নভেম্বর আদালতে হাজিরের জন্য সমন জারি করেছেন।
নোয়াখালী : পবিত্র হজ, তাবলিগ জামাত ও হজরত মোহাম্মদ (স.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু নাছের ভূঁইয়া। আগামী ১১ ডিসেম্বর মন্ত্রীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
জামালপুর : ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছেন শেখ সলিমুল্লাহ নামে এক ব্যক্তি। আগামী ২৩ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বরগুনা : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় পাথরঘাটা বিচারিক হাকিম আদালতে মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল মামলা করেছেন চরদোয়ানির ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম। অভিযোগ তদন্তপূর্বক সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত।
কুমিল্লা : পবিত্র হজ, মহানবী (স.), তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কুমিল্লার আদালতে মামলা হয়েছে। গতকাল মামলাটি করেন জনৈক মির্জা ফসিহউদ্দিন আহম্মেদ ওরফে শাহীন মির্জা।
সিরাজগঞ্জ : পবিত্র হজ, তাবলিগ জামাত ও হজরত মোহাম্মদ (স.) সম্পর্কে অশালীন মন্তব্য করায় মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে গতকাল মামলা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা হাফেজ মো. আবু তালহা। বিচারক কোহিনুর আরজুমান অভিযোগ আমলে নিয়ে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে শুনানির দিন ধার্য করেছেন।

সর্বশেষ খবর