মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আপিল শুনানির জন্য গ্রহণ করে গতকাল বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার নথিপত্র তলব করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আদিলুর রহমান এবং এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে গত ৮ জানুয়ারি অভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। ওই দিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আবেদন খারিজ করেন আদালত। এ আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম জানিয়েছেন, আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন। গত বছরের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর প্রতিবেদন দেয় পুলিশ। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। ইতোমধ্যে আদিলুর রহমান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।