মৌলভীবাজার জেলার ৫ উপজেলায় এফ আই ভিডিবির পরিচালনাধীন প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থী ও ১শ ২৪ শিক্ষক/শিক্ষিকার অনিশ্চিত জীবন রক্ষার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষিকা এবং অভিবাবকবৃন্দ।
আজ দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে শিহাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইতি রানী বৈদ্য, আনোয়ার হোসেন, মিনহাজ উদ্দিন ও হাছিনা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষামন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য এনজিও সংস্থা এফ আই ভিডিবির পরিচালনায় জেলার বড়লেখা, জুড়ী, রাজনগর, কমলগঞ্জ ও মৌলভীবাজার উপজেলায় ৪৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ১ শ ২৪ জন শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে ৬ হাজার ৯ শ ৫০ জন শিক্ষার্থিকে পাঠদান চলে আসছিল। এফ আই ভিডিবির জনশীলন কর্তৃক পরিচালিত বিধির ৮ অনুচ্ছেদ অনুযায়ী পরিচালনায় ব্যর্থ হলে সরকার, বেসরকারি সংস্থা বা দানশীল কোন ব্যক্তির কাছে হস্তান্তরের আইন থাকলেও তা না করেই গত বছরের ডিসেম্বর মাসে কার্যক্রম স্থগিত করা হয়।
এতে শিক্ষার্থি ও শিক্ষক/শিক্ষিকারা শিক্ষা ব্যবস্থায় অনিশ্চয়তায় পড়েন।