বিভিন্ন সেবা প্রদানকারী ইউটিলিটি বিল ও সরকারি স্ট্যাম্পে দুর্নীতিবিরোধী স্লোগান রাখার প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির ওই প্রস্তাব গ্রহণ করে সেটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা থেকে চিঠিটি পাঠানো হয়। দুদকের দেওয়া স্লোগানটি হচ্ছে : ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন।’ সংস্থাটি বলছে, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন : ওয়াসা, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, তিতাস গ্যাসসহ বিভিন্ন কোম্পানি, সরকারি স্ট্যাম্প এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভার প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে ওই স্লোগানটি মুদ্রিত থাকবে। সূত্র জানায়, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এ ধরনের প্রস্তাব সংবলিত একটি চিঠি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় দুদক। সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের সেবার বিল ও সরকারি স্ট্যাম্পে স্লোগান মুদ্রণের উদ্যোগ গৃহীত হলে দুর্নীতির কুফল সম্পর্কে জনগণ সচেতন হবে এবং নৈতিকতার উন্নয়ন ও সততা রক্ষায় অনুপ্রাণিত হবে। চিঠিতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ১৭ (ট) অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে দুদক। এ ছাড়া সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত ‘সততা সংঘ’ এবং মহানগর/জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থার রশিদে স্লোগানটি মুদ্রিত হলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান হবে।
শিরোনাম
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
সেবার বিলে সরকারি স্ট্যাম্পে দুর্নীতিবিরোধী স্লোগান থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর