রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। গতকাল দুপুরে শোলাকিয়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, এ হামলার সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। এদিকে ঘটনাস্থলে এখনো পুলিশ, র্যাব ও এপিবিএন মোতায়েন রয়েছে। আইজিপি বলেন, শোলাকিয়ায় ঈদের দিন যারা হামলা করেছে তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু। গুলশানে হামলাকারীদের একটি অংশই শোলাকিয়ায় হামলা চালিয়েছে। গুলশানে যারা হামলা করেছে সেই একই গোষ্ঠী শোলাকিয়ায় হামলা করে। হামলায় পাঁচজন অংশ নেয়। তাদের লক্ষ্য ছিল শোকালিয়ায় মুসল্লিদের ওপর হামলা করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজিমুদ্দীন স্কুল মাঠের কাছে তাদের তল্লাশি করতে গেলে সেখানেই হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ প্রধান বলেন, জঙ্গি আক্রমণের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশের কোনো শিথিলতা নেই। এটা দমন করতে সময় লাগবে। তিনি গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, কিশোরগঞ্জের এসপি আনোয়ার হোসেন খানসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশের ওপর জঙ্গিরা হামলা চালায়। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয়। এ ঘটনায় জহিরুল ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য নিহত হন। হামলাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির রহমানও মারা যায়। এ ছাড়া নিজ বাড়িতে থাকা ঝর্ণা রানী ভৌমিক নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
দুই ঘটনায় জড়িতরা জেএমবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর