রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। গতকাল দুপুরে শোলাকিয়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, এ হামলার সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। এদিকে ঘটনাস্থলে এখনো পুলিশ, র্যাব ও এপিবিএন মোতায়েন রয়েছে। আইজিপি বলেন, শোলাকিয়ায় ঈদের দিন যারা হামলা করেছে তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু। গুলশানে হামলাকারীদের একটি অংশই শোলাকিয়ায় হামলা চালিয়েছে। গুলশানে যারা হামলা করেছে সেই একই গোষ্ঠী শোলাকিয়ায় হামলা করে। হামলায় পাঁচজন অংশ নেয়। তাদের লক্ষ্য ছিল শোকালিয়ায় মুসল্লিদের ওপর হামলা করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজিমুদ্দীন স্কুল মাঠের কাছে তাদের তল্লাশি করতে গেলে সেখানেই হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ প্রধান বলেন, জঙ্গি আক্রমণের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশের কোনো শিথিলতা নেই। এটা দমন করতে সময় লাগবে। তিনি গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, কিশোরগঞ্জের এসপি আনোয়ার হোসেন খানসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশের ওপর জঙ্গিরা হামলা চালায়। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয়। এ ঘটনায় জহিরুল ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য নিহত হন। হামলাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির রহমানও মারা যায়। এ ছাড়া নিজ বাড়িতে থাকা ঝর্ণা রানী ভৌমিক নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
দুই ঘটনায় জড়িতরা জেএমবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর